Header Ads Widget

শাকিবের জন্মদিনে সিনেমার মহরত, নির্মাতা বলছেন শাকিব ভাইয়া সাহস করছেন বলে সম্ভব হচ্ছে

 কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান দেশের সিনেমার ‘নাম্বার ওয়ান’ খ্যাত নায়ক শাকিব খান। গেল নভেম্বর দেশটিতে যাওয়ার পর থেকে তিনি বলে আসছিলেন, সেখানকার বিভিন্ন রাজ্যে নতুন সিনেমার শুটিং করবেন! অবশেষে চূড়ান্ত দিনক্ষণ জানা গেল।



আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। বিশেষ এ দিনটি আরও স্মরণীয় করে রাখতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেশন সেন্টারে জমকালো মহরত করবেন তিনি। জানা গেছে, এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ওই সিনেমার মহরতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন নিউ ইয়র্কের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও স্বনামধন্য বেশকিছু সংবাদ মাধ্যম।


তবে আগেই কিছু জানাতে চাইলেন না নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্ক থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সিনেমার নাম, নায়িকা কে হবেন, কী ধরনের সিনেমা হবে, কোন কোন দেশে মুক্তি পাবে, লুক কী থাকবে- এ টু জেড মহরতের দিন ঘোষণা দেয়া হবে। এটুকু বলতে পারি, আমরা যেটা করতে যাচ্ছি তাতে ‘চোখ কপালে উঠবে’!


শাকিব খানের সঙ্গে নির্মাতা হিমেল আশরাফ

‘যদিও এ কাজটি অনেক ব্যয়বহুল, শাকিব ভাইয়া সাহস করছেন বলে সম্ভব হচ্ছে। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করে ফেলেছি।’

হিমেল আশরাফ বলেন, আমেরিকার মতো দেশে বাংলা সিনেমার পুরো শুটিং হবে এটা আমরা শুধু স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন শাকিব খান। তার উদ্যোগ, আন্তরিক চেষ্টা ছাড়া এই অসাধ্য কোনোভাবেই সম্ভব হওয়ার কথা ছিল না।


Post a Comment

0 Comments